নাসার ডার্ট মিশন সফল হলে পৃথিবীতে আর আসবে না প্রলয়

 নাসার ডার্ট মিশন সফল হলে পৃথিবীতে আর আসবে না প্রলয়
এই খবর শেয়ার করুন (Share this news)

মহাকাশ থেকে মাঝে মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়ে গ্রহাণু । অথবা কখনও আছড়ে পড়ে শিলাখণ্ড । জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ বলেন , এ ভাবেই একদিন পৃথিবীর বুকে আছড়ে পড়বে মহাপ্রলয় । কিন্তু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভয়বাণী হল , মহাকাশের নিশানায় তাদের প্রস্তাবিত ডার্ট মিশন সফল হলে পৃথিবীতে আর কোনওদিন অন্তত মহাকাশ থেকে প্রলয়ের সঙ্কেত আসবে না । নাসার বিজ্ঞানীদের অভয়বাণী , সেই দিন আর বেশি দূরে নয় যখন মহাকাশের শিলাগুলি পৃথিবীর জন্য আর ঘাতক হয়ে উঠবে না । কী এই ডার্ট মিশন ? এটি হল আমেরিকান স্পেস এজেন্সি নাসার ‘ ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট ’ ( সংক্ষেপে ডার্ট ) মিশন । নাসার এই মিশন শুরু হয়েছে অনেক দিন আগেই । শেষ হবে আগামী ২৬ তারিখ । একাধিক গ্রহাণু দিয়ে মহাকাশে ‘ মোক্ষম ’ আঘাত করে চলেছে নাসা । আদতে এর মাধ্যমে তারা পরীক্ষা করে দেখতে চাইছে যাতে পৃথিবীর দিকে ধেয়ে আসা অতিজাগতিক শিলাগুলির দিক পরিবর্তন করা যায় । দীর্ঘ দূরত্ব অতিক্রম করার পর , উৎক্ষেপণের প্রায় ১০ মাস বাদে এই মিশনটি ২৬ সেপ্টেম্বর শেষ হতে চলেছে । মহাকাশে পাঠানো ডার্ট মিশনের মহাকাশযানটি ২৬ সেপ্টেম্বর ডিডাইমোস বাইনারি গ্রহাণু সিস্টেমের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে । ওই সংঘর্ষের সময় এর গতি হবে ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার , যা গ্রহাণুর দিক পরিবর্তনের চেষ্টা করবে । এটি ড্রাকো ক্যামেরার সাহায্যে মহাকাশে দূরবর্তী নক্ষত্র এবং গ্রহের ছবি তুলবে । নাসা ইতিমধ্যে জানিয়েছে বলে দাবি করেছে নাসা । কিছু দিন আগে নাসা বৃহস্পতি এবং তার চারটি চাঁদের একটি ছবি শেয়ার করেছিল , যা ডার্ট মিশনের অঙ্গ ডকো ক্যামেরা থেকে সংগ্রহ করা হয়েছিল । ডাকো আদতে একটি সিস্টেম । নাসা বলেছে , ড্রাকো সিস্টেম হল একটি উচ্চ রেজোলিউশন ক্যামেরা যা নাসার ‘ নিউ হরাইজন ’ মহাকাশযানে থাকা ইমেজার দ্বারা চালিত হয়ে এই প্রথম প্লুটো গ্রহের ক্লোজ – আপ ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে । বিজ্ঞানীরা আশাবাদী ২৬ সেপ্টেম্বর ডার্ট মিশনের সঙ্গে প্রবল সংঘর্ষ ডিডাইমোস বাইনারি সিস্টেমে গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন করবে । যদি এই অভিযান সফল হয় , তাহলে পৃথিবীকে ভবিষ্যতে বিপর্যয়কর গ্রহাণুর সংঘর্ষ থেকে রক্ষা করা যাবে । মেজিং গ্রহাণুর জন্য হালকা ইতালীয় কিউবস্যাট ডার্ট মিশন সংঘর্ষ পর্যবেক্ষণ করবে এবং এর ক্লোজ আপ ছবি তুলবে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.