কলকাতায় আবার ফিরছে ম্যারাথন রেড রোড থেকে ফ্ল্যাগ অফ ১৮ই

 কলকাতায় আবার ফিরছে ম্যারাথন রেড রোড থেকে ফ্ল্যাগ অফ ১৮ই
এই খবর শেয়ার করুন (Share this news)

করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পর আবার কলকাতার রাস্তায় ফিরছে ম্যারাথন । বয়সের সীমা ভেঙে ছাপিয়ে যাওয়ার আনন্দে দৌড়বে মানুষ তিলোত্তমার রাস্তায় । টাটা স্টিল কলকাতা চপ্তকে ম্যারাথনের সপ্তম সংস্করণের দিন ঘোয়িত হলো । ১৮ ডিসেম্বর রেড রোড থেকে ম্যারাথনের ফ্ল্যাগ অফ হবে । পঁচিশ সেপ্টেম্বর সকাল সাতটা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার , প্রখ্যাত শ্যুটার জয়দীপ কর্মকার । এছাড়াও ছিলেন টাটা স্টিল এবং স্পনসরের প্রতিনিধিরা । টাটা স্টিল ম্যারাথনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার , কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং ইণ্ডিয়ান আর্মি । স্বাস্থ্যই সম্পদ । করোনা মানুষকে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে । কোভিড পরবর্তী সময় স্বাস্থ্য , ফিটনেস নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে । শরীর চর্চা বা দৌড় সুস্থ জীবনযাত্রায় সাহায্য করে । তাই করোনা পরবর্তী সময় এই ম্যারাথন একটা অন্য আঙ্গিক পেয়েছে । তবে প্রতি বছর বিশ্বমানের তারকা ক্রীড়াবিদের হাতে এই ম্যারাথনের ফ্ল্যাগ অফ হয়ে থাকে । এ বছর কে আসছেন তা ঘোষণা হয়নি । এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন , পূর্ব ভারতে টাটা স্টিল ম্যারাথন দৃষ্টান্ত সৃষ্টি করেছে । দৌড় বা শরীর চর্চা সুস্বাস্থ্যের চাবিকাঠি । তাই বাংলার মানুষদের এই ম্যারাথনে অংশগ্রহণ করার অনুরোধ করবো । বিধায়ক দেবাশিস কুমার বলেন , দু’বছর পর আবার এই সুন্দর ইভেন্ট আয়োজিত হতে চলেছে । এই ম্যারাথন কলকাতাকে আরও রঙিন করে তুলেছে । এই শহর প্রচুর ক্রীড়াবিদ তৈরি করেছে । এই ম্যারাথনে রয়েছে ২৫ কে , ওপেন ১০ কে , আনন্দ রান , সিনিয়র সিটিজেন রান এবং চ্যাম্পিয়ন্স উইথ ডিসঅ্যারিলিটিরা ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন খোলা থাকবে । মহিলাদের যোগদান বাড়াতে ২৫ কে এবং ১০ কে তে মহিলাদের জন্য কয়েকটি স্পট সংরক্ষিত থাকবে । তবে কোভিডের জোড়া টিকা নেওয়া ব্যক্তিরাই ম্যারাথনে অংশ নিতে পারবে । ইতিমধ্যেই বাংলার মানুষ মুখিয়ে আছেন এই ম্যারাথনের জন্য ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.