অবশেষে দেশে নিষিদ্ধ ঘোষিত পিএফআই

 অবশেষে দেশে নিষিদ্ধ ঘোষিত পিএফআই
এই খবর শেয়ার করুন (Share this news)

পপুলার ফ্রন্ট অব ইণ্ডিয়া (পিএফআই) ও তার সহযোগী আটটি সংগঠনকে নিষিদ্ধ করলো কেন্দ্রীয় সরকার। বেশ কিছুদিন ধরেই চর্চায় ছিল পিএফআই নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে। বিশেষ করে গত ২২ সেপ্টেম্বর দেশজুড়ে পিএফআই নেতা ও কর্মীদের বাড়িতে বা দপ্তরে এনআইএ, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, আইবি ও অন্যান্য নিরাপত্তা এজেন্সির যৌথ অভিযানের পর। বুধবার সকালে ইউএপিএ-র ৩৫ নম্বর ধারার অধীনে কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে পিএফআই ও তাদের সহযোগী আটটি সংগঠনকে। প্রথম পর্যায়ে এই নিষিদ্ধকরণ পাঁচ বছর বলবৎ থাকবে। সম্প্রতি, জাতীয় তদন্ত সংস্থা, ইডি এবং পুলিশ সারা দেশে পিএফআই-এর বিরুদ্ধে অভিযান চালায়। মঙ্গলবারও দ্বিতীয় দফা অভিযানে পিএফআই-এর সঙ্গে যুক্ত ২৭০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। বুধবার সকালেই সরকার তার অফিসিয়াল গেজেটও প্রকাশ করেছে। পিএফআই এর উপর নিষেধাজ্ঞার বিষয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি বলেছেন যে এনআইএ তদন্ত করছে এবং সেই অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, পিএফআই-রিহ্যাব ইণ্ডিয়া ফাউণ্ডেশন, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইণ্ডিয়া, অল ইণ্ডিয়া ইমাম কাউন্সিল, ন্যাশনাল কনফেডারেশন অব হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জাতীয় মহিলা ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, এমপাওয়ার ইণ্ডিয়া ফাউণ্ডেশন এবং রিহ্যাব ফাউণ্ডেশন, কেরালাকেও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইণ্ডিয়া (সিমি), জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এবং ইসলামিক স্টেট অব ইরাক অ্যাণ্ড সিরিয়া (আইএসআইএস)-এর সাথে সম্পর্ক উল্লেখ করে সরকার পিএফআইকে নিষিদ্ধ করেছে। একবার একটি সংগঠন নিষিদ্ধ বা সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হলে, এর অর্থায়ন এবং এর সহযোগীরা অপরাধী হয়ে ওঠে। ইউএপিএ-এর ৩৮ ধারার অধীনে, একজন ব্যক্তি যে সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত তাকে এক থেকে ১০ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। কেউ সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করলে তাকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। যে কেউ এই ধরনের সংস্থাকে অর্থায়ন করলে চৌদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। ইউএপিএ-এর ২০ ধারা অনুসারে, যদি কোনও ব্যক্তি সন্ত্রাসী গ্যাং বা সন্ত্রাসী সংগঠনের সদস্য হন, তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা করা যেতে পারে। তবে এই আইনে তাদের ছাড় দেওয়া হয় যারা সংগঠনটি ত্যাগ করেছিল বা সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার আগে কোনও কার্যকলাপে জড়িত ছিল না। পপুলার ফ্রন্ট অব ইণ্ডিয়া ১৭ ফেব্রুয়ারী ২০০৭-এ দক্ষিণ ভারতের তিনটি মুসলিম সংগঠনকে একীভূত করে গঠিত হয়েছিল। পিএফআই দাবি করেছে যে ২৩টি রাজ্যে তারা সক্রিয়। সিমি-র উপর নিষেধাজ্ঞার পরে, পিএফআই কর্ণাটক, কেরালার মতো দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দ্রুত প্রসারিত হয় ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.