দেশের নয়া সিডিএস হলেন অনিল চৌহান
দেশের পরবর্তী সিডিএস (চিফ অব ডিফেন্স স্টাফ) হলেন লে. জেনারেল (অব) অনিল চৌহান। গত ৯ মাস ধরে এই পদটি শূন্য ছিল। পূর্বতন সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যুর পর থেকে এই পদটি শূন্য ছিল। লে. জেনারেল (অব) অনিল চৌহান ইস্টার্ন আর্মি কমান্ডার ছিলেন এবং মিলিটারি অপারেশনসেরও ডিরেক্টর জেনারেল ছিলেন।