জিবিতে নেফ্রোলজি বিশেষজ্ঞ নিয়োগ

 জিবিতে নেফ্রোলজি বিশেষজ্ঞ নিয়োগ
এই খবর শেয়ার করুন (Share this news)

নেফ্রোলজি (ডিএম) বিশেষজ্ঞ ডা. মানস গোপ জিবি হাসপাতালে যোগ দিয়েছেন। তিনি এর আগে মেডিসিন এমডি বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। গুয়াহাটি মেডিকেল কলেজ থেকে ডিএম কোর্স সম্পন্ন করার পর সম্প্রতি তিনি রাজ্যে ফেরেন এবং পুনরায় জিবি হাসপাতালেই যোগ দেন।

জিবি হাসপাতালতো বটেই, এমনকি গোটা রাজ্যে এই প্রথম কোনও একজন নেফ্রোলজি (ডিএম) বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত চিকিৎসা পরিষেবায় যুক্ত হলেন। সেই সাথে জিবিতে চিকিৎসার এই বিভাগটি আরও উন্নত হলো।

এর ফলে এখন থেকে কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসার জন্য বহি:রাজ্যে ছুটে যেতে হবে না। জিবি হাসপাতালেই উল্লিখিত চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। উপকৃত হবেন দরিদ্র, মধ্যবিত্ত সাধারণ অংশের মানুষ

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.