ফের বন্য হাতির তান্ডব ঘুম উড়েছে গ্রামবাসীর!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,তেলিয়ামুড়া।। বন্য দাঁতাল হাতির বেলাগাম তান্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। বন্য দাঁতাল হাতির উন্মত্ত আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসী। শুক্রবার রাতেও এক গৃহস্থের বাড়িতে হামলা চালায় হাতি। ভেঙেছে বসত ঘর। ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনস্থ ডি.এম কলোনি এলাকায়।
বিগত ৬ মাস যাবত বন্য হাতির তান্ডব কিছুটা কম ছিল। ইদানিং প্রায় প্রতি রাতেই তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন গ্রামীন এলাকায় বন্য দাঁতাল হাতির আক্রমণ বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার রাতে তেলিয়ামুড়া ডি.এম কলোনি এলাকায় একটি বন্য দাঁতাল হাতি প্রবেশ করে। দীপক দাস নামে এক ব্যাক্তির বাড়িতে প্রথমে হাতিটি প্রবেশ করে এবং মাটির কোঠা ঘরে আক্রমণ চালায়। হাতির আক্রমণে মাটির কোঠা ঘরটি ভেঙ্গে তছনছ করে দেয়। ঘরের মধ্যে থাকা অনেক গুলো মুরগি মাটির নিচে চাপা পড়ে মৃত্যু ঘটে। শুধু তাই নয়, ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্রও নষ্ট হয়ে যায়।এদিকে, গ্রামে হাতি আসার খবর গ্রামবাসীরা তেলিয়ামুড়া বনদপ্তরের কাছে ফোনে জানিয়েছিল।
অভিযোগ, প্রশিক্ষণপ্রাপ্ত বনদপ্তরের কোনও কর্মী সেখানে পা রাখার প্রয়োজন টুকু বোধ করেনি। কয়েকজন এ.ডি.এস টিমের ভলেন্টিয়ারদের পাঠিয়ে দিয়েছে হাতি তাড়ানোর সরঞ্জাম না দিয়ে। দু’এক প্যাকেট বাজি দিয়েই তাদের দায়িত্ব শেষ। অভিযোগ, দিলীপ দাসের বাড়িতে যখন বন্য দাঁতাল হাতি আক্রমণ চালায়, সেই সময় এ.ডি.এস টিমের ভলেন্টিয়ারদের কাছে ছিলনা কোন বাজি। অপরদিকে বনদপ্তরের এই ধরনের কার্যকলাপে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে।