রাষ্ট্রপতির আগমন ঘিরে রেল স্টেশনে প্রস্তুতি, চলছে দৌড়ঝাপ

 রাষ্ট্রপতির আগমন ঘিরে রেল স্টেশনে প্রস্তুতি, চলছে দৌড়ঝাপ
এই খবর শেয়ার করুন (Share this news)

দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আগমন উপলক্ষে আগরতলা রেল স্টেশনে জোর প্রস্তুতি শুরু হয়েছে। চলছে অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ। স্টেশনের মূল ভবন নতুন করে সাজানোর কাজ চলছে। হাত পড়েছে রঙ করার কাজে। সেই সঙ্গে স্টেশন ভবন প্ল্যাটফর্মের বিভিন্ন ত্রুটি সারাইয়ের উদ্যোগ চলছে। রাষ্ট্রপতির নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে নানাদিক খতিয়ে দেখা হচ্ছে।

এ উপলক্ষে ইতোমধ্যে আগরতলায় ছুটে এসেছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিং বিভাগের প্রধান তথা যোগীন্দর সিং লখরা, বিভাগীয় নিরাপত্তা আধিকারিক মিগম দোলে সহ অন্যরা। পাশাপাশি মহানির্দেশক অমিতাভ রঞ্জনের নেতৃত্বেও রাজ্য পুলিশের এক দল আধিকারিক পুরো বিষয় খতিয়ে দেখতে সোমবার দুপুরে আগরতলা রেল স্টেশনে ছুটে গেছেন। সোমবার রেলের নিরাপত্তা আধিকারিক ও রাজ্য পুলিশের শীর্ষ পদাধিকারীরা রাষ্ট্রপতির সুরক্ষা এবং

নিরাপত্তার প্রশ্নে আনুষঙ্গিক নানাদিক খতিয়ে দেখেন। তারা সেরে নেন সংক্ষিপ্ত অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। রাষ্ট্রপতি সহ অন্য পদাধিকারীদের জন্য অস্থায়ী মঞ্চ নির্মাণ নিয়েও দিয়ে যান প্রয়োজনীয় নির্দেশ।

আগরতলা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাট ফর্মের পশ্চিম প্রান্তে অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ চলছে। ১৩ অক্টোবর সকাল সাড়ে নয়টায় এই মঞ্চ থেকেই দেশের রাষ্ট্রপতির হাত ধরে আগরতলা কলকাতা দ্বি সাপ্তাহিক বিশেষ এক্সপ্রেস ট্রেনের সূচনা হওয়ার কথা। পরে এই ট্রেনটি সপ্তাহে দুইদিন করে আগরতলা কলকাতা, কলকাতা আগরতলা – স্টেশনের মধ্যে চলাচল করার কথা।

সোমবার সকালে স্থানীয় বাধারঘাটের সিদ্ধি আশ্ৰমস্থিত আগরতলা রেল স্টেশনে গিয়ে দেখা যায় যেন নতুন কর্মযজ্ঞ শুরু হয়েছে। সিদ্ধি আশ্রম বাজার থেকে রেল স্টেশন পর্যন্ত খানাখন্দে ভরা সড়ক মেরামতির কাজ চলছে। চলছে বড় বড় গর্ত বোজানোর কাজ। দেওয়া হচ্ছে ইট ও বিটুমিন তথা পিচের প্রলেপ।

কোথাও কোথাও পাথরকুচি দিয়ে রাস্তাটি মসৃণ করার কাজ চলছে। ফলে স্বস্তির নিঃশ্বাস পড়েছে স্থানীয় মানুষ সহ রেল যাত্রীদের মধ্যে। অনেকের বক্তব্য, রাষ্ট্রপতির মতো রাষ্ট্র প্রধান নিয়মিত এলে দুর্ভোগ কমতো জনতার।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে রঙের প্রলেপ দেওয়া শুরু হয়েছে পুলিশের ব্যাটেলিয়ন সদরে। রাস্তার পাশের দেওয়ালে পড়ছে রঙের পোঁচ। পাশাপাশি একই কাজ চলছে আগরতলা স্টেশনেও। রাষ্ট্রপতির জন্য অস্থায়ী মঞ্চ নির্মাণস্থলে রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ছাউনি চুঁইয়ে জল পড়ছে অনবরত। সোমবার বৃষ্টি হওয়ায় নজরে আসে সবার। আর এতেই যেন উদ্বেগ বাড়তে থাকে রেল আধিকারিকদের।

উল্লিখিত সমস্যা দূর করতে শুরু হয় দৌড়ঝাঁপ। অনুরূপভাবে স্টেশনের মূল ভবন ও প্ল্যাটফর্মেৰ অন্যান্য অংশের নানা ত্রুটি সারাইয়ে কাজ চলছে জোর কদমে। রাষ্ট্রপতির যানবহর স্টেশন চত্বরে পৌঁছার আগেই এইসব ত্রুটি সারাইয়ে চলছে জোর প্রয়াস।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.