স্বদলীয় প্রধানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ সদস্যার!!

 স্বদলীয় প্রধানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ সদস্যার!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, অমরপুর।।
শাসক দলের মহকুমা নেতৃত্বের উপর আস্থা হাড়িয়ে গ্রাম প্রধান কর্তৃক পঞ্চায়েত মেম্বার তথা স্বদলীয় মহিলা পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামীকে দৈহিক নির্যাতনের অভিযোগ শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়াল। দশদিন পর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দৈহিক নির্যাতনের অভিযোগ দায়ের করলো উদয়পুর মহিলা থানায়।
গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে গ্রামের রাস্তায় একটি কালভার্ট নির্মান কে কেন্দ্র করে উদয়পুর মহকুমার ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত শীল ওই পঞ্চায়েতেরই দুই নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার মল্লিকা দাস সরকারের স্বামী রনজিৎ সরকারের উপর চরাও হয়। তাকে কোমরের বেল্ট দিয়ে মারধোর করতে থাকেন। স্বামীকে বাঁচাতে গিয়ে ওয়ার্ড মেম্বার নিজেও প্রধান কর্তৃক শারীরিক নিগৃহীত হয়েছেন বলে অভিযোগ করেন ওয়ার্ড মল্লিকা দাস সরকার। ঘটনার সাথে সাথেই ওয়ার্ড মেম্বার সমগ্র বিষয়টি স্থানীয় বিজেপি নেতৃত্বকে জানান। পাশাপাশি সমগ্র বিষয়টি রাধাকিশোরপুর থানায় জানালেও স্থানীয় নেতৃত্বের সুষ্ঠ বিচারের প্রতিশ্রুতির পরামর্শে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেন নি। তবে থানার দারোগা বাবুর পরামর্শ অনুযায়ী হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়াছেন। সোমবার দুপুরে ওই ওয়ার্ড মেম্বার মল্লিকা দাস সরকার উদয়পুর মহিলা থানায় বিস্তারিত জানিয়ে এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকার নথিপত্র জুড়ে দিয়ে জয়ন্ত শীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সংবাদ মাধ্যমকে মল্লিকা দেবী জানান, ঘটনার পর সমগ্র বিষয়টি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ দলীয় নেতৃত্বের গোচরে নেওয়া নেওয়া হলেও, স্থানীয় বিজেপি নেতা জয়ন্ত দেবনাথ ছাড়া কেউই ওনাদের খোঁজখবর পর্যন্ত নেয় নি।তাছাড়াও দশদিন অতিক্রান্ত হওয়ার পরেও দলীয় নেতৃত্ব কোন প্রকার সুষ্ঠ বিচারের উদ্যোগ পর্যন্ত না নেওয়ায় তিনি বাধ্য হয়েই সঠিক এবং সুষ্ঠ বিচার পাওয়ার জন্য আইনের দ্বারস্থ হয়েছেন।

          

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.