বাড়ি থেকে নিখোঁজ শিশু!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল তিন বছরের এক শিশু। ঘটনা সোমবার সকালে নতুন বাজার থানাধীন খেদারনাল ভিলেজের গাড়ো পাড়া এলাকায়। নিখোঁজ হওয়া শিশুর নাম অভিনাশ মারাক। পিতা ডেবিড মারাক বহিঃরাজ্যে কর্মরত। সোমবার সকালে শিশুটি অন্যদিনের মতো বাড়ির উঠানে খেলছিলো। শিশুটির মা তখন সংসারের কাজে ব্যস্ত ছিলেন।
হঠাৎ করে তিনি লক্ষ্য করেন শিশুটি উঠানে নেই। ছেলেকে দেখতে না পেয়ে মা চিৎকার চেঁচামেচি শুরু করলে পাড়ার লোকেরা এগিয়ে আসেন। গোটা পাড়ায় তল্লাশি চালানো হলেও শিশুটির কোন সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পুলিশসহ এলাকাবাসী ছোট্ট শিশুটির সন্ধানে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে। ঘটনায় চাঞ্চল্য।