প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!
শিক্ষায় যুক্ত হলো আরও এক পালক!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মঙ্গলবার যুক্ত হলো আরও একটি পালক। এদিন উদ্বোধন হলো রাজ্যের প্রথম ইংরেজি মাধ্যম সরকারি ডিগ্রি কলেজ। কলেজর নাম ঋসি অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ ইংলিশ মিডিয়াম। মঙ্গলবার কলেজের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আগরতলা কুঞ্জবন কুমারিটিলা স্হিত পুরানো জেলা শিক্ষা এবং প্রশিক্ষণ কেন্দ্রে চালু করা হয়েছে এই কলেজ।

পরি কাঠামো আগে থেকেই ছিলো। পরে প্রয়োজনীয় আরও কিছু পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এবং রাজ্যের শিক্ষাক্ষেত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে সকলের অভিমত।
এদিন, নয়া কলেজর উদ্বোধন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ,মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনেরা।
