রাজ্যে বাড়ছে নারী নির্যাতন!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ফের রাজ্যে মহিলা নির্যাতনের ঘটনা বাড়ছে। এতে পুরুষ – মহিলা উভয়ই জড়িত। আবারও পুত্রবধূ ও নাতনির অত্যাচারের শিকার শ্বাশুড়ি। অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে থানার দ্বারস্থ হলেন নির্যাতিতা শাশুড়ি। ঘটনা বুধবার তেলিয়ামুড়া থানাধীন চামপ্লাই এলাকায়। জানা যায়, কমলা বিশ্বাস (৬০) নামে ওই বৃদ্ধ মহিলার পুত্রের মৃত্যু হয় কিছুদিন পূর্বে।
ছেলের মৃত্যুর পর থেকেই মৃতপুত্রের বিভিন্ন দরকারি নথিপত্র নিয়ে যাবার জন্য পুত্রবধূ রমা বিশ্বাস ও নাতনি সুপ্রিয়া বিশ্বাস প্রতিনিয়ত বৃদ্ধা শাশুড়ির উপর শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার চালাচ্ছে। লাঠি দিয়ে পুত্রবধূ এবং নাতনি বৃদ্ধ শাশুড়িকে মারধর করে বলে অভিযোগ। বুধবার রাতে পুত্রবধূ এবং নাতনি কর্তৃক অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে ওই বৃদ্ধা তেলিয়ামুড়া থানায় এসে পুত্রবধূ রমা বিশ্বাস এবং নাতনী সুপ্রিয়া বিশ্বাস এর বিরুদ্ধে অভিযোগ জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুভবুদ্ধি সম্পন্ন জনমনে ছিঃ ছিঃ রব উটেছে।