ডিএলএড, সিট না পেয়ে বিক্ষোভ!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ১৮ -১৯ এবং ২০ অক্টোবর রাজ্য সরকার পরিচালিত ডিএলএড কোর্সে পড়ার জন্য কাউন্সিলিং ও ভর্তি প্রক্রিয়া চলছে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। ফর্ম ফিলাপ করেছিললো ১৪০০ ছাত্র-ছাত্রী। সাধারণ ক্যাটাগরিতে সিট ছিল ২২০ টি।
এস টি সিট ছিল ৭০ টি এবং ১৫২ টি সিট ছিল এস সি ক্যাটাগরির জন্য। ইতিমধ্যে সবগুলি সিট পূরণ হয়ে গেছে। এস টি ক্যাটাগরির কিছু সিট বাকি আছে। যার জন্য ২০ অক্টোবর কাউন্সিলিং চলছে। এরই মধ্যে যারা সিট পায়নি, তারা আচমকাই উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে মুক্তধারার সামনে। পুলিশ এসে তাদের বুঝিয়ে অবরোধ মুক্ত করে।