আসছে শীতের অতিথিরা !!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার ঋতু বৈচিত্র্যের বর্ণনা দিতে গিয়ে লিখেছিলেন ‘এসেছে শরৎ হীমের পরশ লেগেছে হাওয়ার পরে…। কিন্তু আধুনিক নগর সভ্যতা, উষ্ণায়ন এবং বৈরী আবহাওয়ার কারণে বাংলার ঋতু বৈচিত্র্য আজ অনেকটাই অসঙ্গতিপূর্ণ।
শরৎ পেরিয়ে হেমন্ত চলে এসেছে, কিন্তু ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাসহ তার আশপাশে শীতের দেখা নেই। তবে শীতের দেখা না মিললেও, এরই মধ্যে গরম জামা কাপড়ের পসরা নিয়ে প্রায় দুবছর পর ভুটিয়াদের আগমন ঘটেছে রাজ্যে। এটা অনেকটা পরম্পরার মতোই।
মূলত ব্যবসা করতে আসলেও এরাও সুদূর সাইবেরিয়ান পাখি বা পরিযায়ী পাখিদের মতো শীতের অতিথি। অন্যান্য বছর তারা রাজধানীর শকুন্তলা রোডে অস্থায়ী শেড তৈরি করে পসরা সাজিয়ে বসতেন। বর্তমানে সেখানে বিভিন্ন স্থায়ী দোকান গড়ে উঠায় এবছর শীতবস্ত্র সম্ভার নিয়ে ভুটিয়ারা পসরা সাজিয়ে বসবে বটতলা পুরাতন টি আর টি সি বাসস্ট্যান্ডে। এদের পূর্বপূরুষরা সবাই এক সময় প্রতিবেশী রাষ্ট্র ভুটানের বাসিন্দা হলেও, এখন তাদের কেউ কেউ ভারতের হিমাচল প্রদেশ, দার্জিলিং বা ব্যাঙ্গালুরুর স্থায়ী বাসিন্দা।কোভিডের কারণে দুবছর পর তারা এসেছে। আশা করছে, এবার ব্যবসা ভালোই হবে।