পুলিশ স্মৃতি দিবস
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। সারা দেশের সাথে শুক্রবার রাজধানীর এ.ডি নগর পুলিশ মাঠে অনুষ্ঠিত হয় পুলিশ স্মৃতি দিবস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন শহীদ পুলিশ পরিবারের লোকেরা।
অনুষ্ঠানে রীতি অনুযায়ী শহীদ পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেলামি দেওয়া হয়। সেইসাথে স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কর্তব্য পালন করতে গিয়ে এবছর খোয়াইয়ে দুস্কৃতির আক্রমণে শহীদ হয়েছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। এদিন তাঁর পরিবারকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।