মায়ের আরাধনায় প্রস্তুত মন্দির নগরী উদয়পুর
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। দীপাবলিকে কেন্দ্র করে সেজে উঠছে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ। সোমবার সন্ধ্যায় দুইদিন ব্যাপি দীপাবলি উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা l মাতাবাড়ি মন্দিরের সামনে জাতীয় সড়কের পাশে মাতাবাড়ি মার্কেট প্রাঙ্গনে অস্থায়ী মঞ্চে উদ্ভোদনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সমাজ কল্যান মন্ত্রী সান্তনা চাকমা, কারা মন্ত্রী রাম প্রসাদ পাল , তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যান মন্ত্রী রামপদ জমাতিয়া , এডিসির মুখ্য কার্য নির্বাহী সদস্য পূর্ন চন্দ্র জমাতিয়া, গোমতী জেলা পরিষদের সভাপতি স্বপন অধিকারী, তিন বিধায়ক রতন ভৌমিক, সিন্ধু চন্দ্র জমাতিয়া ও রঞ্জিত দাস, জমাতিয়া হদার দুই অক্রা মনিন্দ্র মোহন জমাতিয়া ও বিপ্র কুমার জমাতিয়া, দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বিপ্লব কুমার ঘোষ প্রমুখ।
শনিবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান, মাতাবাড়ি মন্দিরের সেবাইত তথা গোমতী জেলা শাসক গোভেকর ময়ুর রতি লাল l তিনি মেলার যাবতীয় প্রস্তুতি তুলে ধরেন l তিনি জানান, ২৪ অক্টোবর সন্ধ্যা ৬ টায় কল্যাণ সাগরে হবে কল্যাণ আরতি l এই সময় ৫১ টি ঢাক ও ১৫০০ স্ব সহায়ক দলের মহিলা স্বদস্যা কল্যান আরতিতে অংশ নেবে। এর পর শুরু হবে দেওয়ালি মেলার উদ্ভোদনী অনুষ্ঠান l সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বলেন, মেলায় এবছর দোকান বসছে ৬৮৫ টি l কারণ মন্দির প্রাঙ্গনে নতুন নির্মাণ কাজ চলছে l তাই জায়গা খুবই কম l স্বাগত গেইট থাকবে ৬ টি l ড্রপ গেইট থাকবে ২৮ টি l এছাড়ার বিশেষ গেইট এর মাধ্যমে ওয়ান ওয়ে পদ্ধতিতে এবছর পূর্ণার্থী দের মন্দিরে পূজা দিতে হবে l
এইজন্য মন্দিরে উঠা ও নামার জন্য বিশেষ অস্থায়ী সিঁড়ি নির্মাণ করা হয়েছে তিনটি l পূর্ণার্থীরা মন্দিরের পূর্ব দিকের সিঁড়ি দিয়ে মন্দিরে পূজা দিতে যাবে l পূজা দিয়ে আবার পুরাতন শিব মন্দিরের পাশে অস্থায়ী সিঁড়ি দিয়ে প্রত্যাগমণ করবে। আর যারা বলি দেবেন তাদের জন্য আরও একটি অস্থায়ী সিঁড়ি নির্মাণ করা হয়েছে মন্দিরের দক্ষিণ অংশে l এই সিঁড়ি দিয়েই মন্দিরে উঠবে l মেলাকে সুন্দর ভাবে পরিচালনা করতে ৫০০ স্বেচ্ছা সেবক থাকবে l আসন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা চিন্তা করে জেলা প্রশাসনের দুই হাজার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার স্বেচ্ছা সেবক মোতায়েন থাকবে l কল্যাণ সাগরে থাকবে একটি উদ্ধার কারী দল সহ নৌকা l গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন , মেলা প্রাঙ্গনে থাকবে ৮ টি ওয়াচ টাওয়ার l জেলার বিভিন্ন সড়কে থাকবে পুলিশের টহল l
মেলা প্রাঙ্গনে থাকবে একটি অস্থায়ী পুলিশ বুথ l মেলা কে কেন্দ্র করে সাংস্কৃতিক মঞ্চে একটানা ৩৬ ঘন্টা চলবে নানা সংস্কৃতিক অনুষ্ঠান l শিল্পী থাকবে প্রায় দুই হাজার l রাজ্য ও বহিঃরাজ্যের গুণী শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবে l সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, এবছর দেওয়ালি মেলার বিশেষত্ব সমস্ত দোকানপাট বসবে মন্দির চত্বরের বাইরে। বিশেষ করে জাতীয় সড়কের উভয়দিকে মাতাবাড়ি থেকে ব্রহ্মাবারি এবং মাতাবাড়ি থেকে চন্দ্রপুর কলোনি এলাকা পর্যন্ত l মেলায় দোকানিদের জন্য ব্লক দশটি l মাতাবাড়ি পুরাতন স্কুল মাঠের পশ্চিমাংশে নতুন পেড়া দোকানের পাশে বসবে লোহার সামগ্রী l এগ্রিকালচার মার্কেট এর উত্তর অংশে বসবে শাখা স্টেশনারী সামগ্রী। কল্যাণ সাগরের দক্ষিণ পাড়ে বসবে স্টেশনারী ও খেলনা সামগ্রী l কল্যাণ সাগরের উত্তর পশ্চিমাংশে রেস্টুরেন্ট ও অন্যান্য খাবারের দোকান l কল্যাণ সাগরের পশ্চিমপাড়ের উত্তর অংশে হোটেল l
জাতীয় সড়কের দুপাশ হয়ে লোকনাথ মন্দির পর্যন্ত বসবে আসবাবপত্র, বুট- বাদাম,শুকনো খাবারের সামগ্রী, মাছ ধরার জাল ও পানের দোকান l জাতীয় সড়কের লোকনাথ মন্দির থেকে ওই সড়কের দুপাশে মন্দিরটিলা পর্যন্ত বুট বাদাম শুকনো খাবার সামগ্রী বসবে l কল্যাণ সাগরের পূর্ব পাড়ে বসবে জুতা, কাপড়, খেলনা অন্যান্য সামগ্রী l মাতাবাড়ি স্কুল সংলগ্ন জাতীয় সড়কের পূর্বাংশে বসবে জিলিপি ও অন্যান্য সামগ্রী l রেল স্টেশন রোড থেকে চন্দ্রসাগরের উত্তর পাড় পর্যন্ত জাতীয় সড়কের উভয় পাশে বসবে বুট- বাদাম অন্যান্য শুকনো খাবার সামগ্রী l এবারের মেলার বিশেষ আকর্ষণ হল মন্দির প্রাঙ্গনে বসানো হবে এস বি আই এর একটি QR Code l সব মিলিয়ে প্রস্তুত মাতাবাড়ি মন্দির প্রাঙ্গন l আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে দীর্ঘ ৫ কিলোমিটার পথ l