সিত্রাং -এ ক্ষতিগ্রস্ত বহু পরিবার!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। সিত্রাং ঘুর্ণিঝড়ে রাজ্যের বহু এলাকায় বাড়ি ঘর ক্ষতি গ্রস্ত হয়েছে। তেলিয়ামুড়া এলাকায় সোমবার গভীর রাতে বেশ কিছু এলাকায় এবং রাস্তায় গাছপালা ভেঙ্গে পড়ে। রাত্রিকালীন ঘূর্ণিঝড়ের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। গামাই বাড়ি সমর সরকার পাড়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকারের ঘরে বিশাল গাছ ভেঙে পড়ে। তাতে বসত ঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়।
তার সাথে ইন্দ্রজিৎ সরকার নিজেও অল্পবিস্তর আহত হয়েছেন। পরে তেলিয়ামুড়া দমকল বাহিনী উনাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে উনার চিকিৎসা চলছে। এছাড়াও বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তার সহ গাছপালা ভেঙ্গে পড়ে বেশ কিছু বাড়িঘর সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ঋষ্যমুখ ব্লক এলাকার মতাই ও সোনাইছড়ি তে গাজ ভেঙে নস্ট ক্ষতি গ্রস্ত হয়েছে বাড়ি ঘর।