মন্ত্রীপুত্রের গ্রেপ্তারের দাবিতে পথে নারী সমিতি!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে বিজেপি -আই পি এফ টি সরকারের মন্ত্রী ভগবান দাসের পুত্রকে গ্রেপ্তারের দাবিতে পথে নামলো ভারতের গণতান্ত্রিক নারী সমিতি বিলোনিয়া বিভাগীয় কমিটি। শনিবার সকাল এগারোটা নাগাদ রাজ্যজুড়ে লাগামহীন নারী নির্যাতন, ধর্ষণ ও বীভৎসতার বিরুদ্ধে সকলকে গর্জে ওঠার আহ্বান রেখে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে তারা। সিপিআিইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিলোনিয়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে। মিছিল থেকে এক প্রতিনিধি দল পরবর্তী সময়ে পুলিশের সাথে কথা বলেন।