রাজ্যে হাওয়া বদল হচ্ছে, বললেন বিরোধী দলনেতা
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। আর এস এস, বিজেপি দেশের কোথাও কোনও দিন জনজাতি উন্নয়নে কাজ করেনি। আই পি এফ টি তাদের হাত ধরে রাজ্যে তাদেরকে সুযোগ করে দিয়েছে। এখন পাহাড়ে আই পি এফ টি’র অবস্থা কি হয়েছে সবাই দেখছে। এখন আবার গ্রেটার তিপ্রা ল্যান্ডের শ্লোগান নিয়ে হাজির আরেক দল। এসব চলতে পারে না। বর্তমান শাসক দলের পায়ের তকার মাটি সরে গেছে। এখন তারা আর বাইক বাহিনীর উপর ভরসা করতে পারছে না, তাই রাস্ট্রশক্তিকে ব্যবহার করছে। এটা দুর্বলতার লক্ষ্মণ। রাজ্যে হাওয়া বদল হচ্ছে, এই সুযোগ টাকে কাজে লাগাতে হবে। বুধবার টাউন হলে আয়োজিত গনতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির দুইদিন ব্যাপি রাজ্য সম্মেলনের শেষ দি বক্তব্য রাখতে গিয়ে এই কথা গুলো বলেন বিরোধী দলনেতা মানিক সরকার।