খেলার মাঠ উদ্ধারে মাঠে নামলেন পুর নিগমের মেয়র
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজধানীর সরোজ সংঘ ক্লাব সংলগ্ন মাঠটি নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ শোনা যাচ্ছিলো। এলাকার শিশুদের এই খেলার মাঠটি নানা ভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছিলো একটি স্বার্থান্বেষী মহল। ধীরে ধীরে ওই মাঠ হয়ে উঠে নানা অসামাজিক কার্যকলাপের স্হান।ফলে শিশুরা হারায় তাদের খেলার মাঠ। শুক্রবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার ওই মাঠ পরিদর্শনে যাবেন শুনে এলাকার ছোট ছোট শিশুরা হাতে প্লে কার্ড নিয়ে হাজির হয়। তাতে লেখা “আমাদের খেলার মাঠ ফিরিয়ে দিন “। শিশুদের এই আর্জি ও উদ্যোগ দেখে মেয়র নিজেও আবেগ ধরে রাখতে পারেন নি। তিনি শিশুদের কথা দিয়েছেন, খুব শীঘ্রই মাঠটি শিশুদের খেলার উপযুক্ত করে উপহার দেবেন। জানাগেছে, একটি স্বার্থান্বেষী মহল এই মাঠটিকে ব্যাবহার করে নিজেদের রোজগারের ধান্ধা করেছে। মাঠটিকে বিয়ে বাড়িতে পরিনত করা হয়েছিল। বর্তমানে মাঠটির অবস্থা খুবই খারাপ।মেয়র প্রতিশ্রুতি দিয়েছেন এই মাঠ শীঘ্রই সংস্কার করা হবে।