ইমরানের অবস্থা এখন স্থিতিশীল
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বন্দুক হামলায় আহত হওয়ার পর এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইমরান খানের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাঃ ফয়সাল সুলতান এই তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফয়সাল সুলতান বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করানো হয়েছে ইমরান খানের। এক্স-রে ও স্ক্যানের মাধ্যমে তার পায়ে বুলেটের টুকরা সনাক্ত করা হয়েছে এবং তার টিবিয়া হাড় কাটা পাওয়া গেছে। ফয়সাল সুলতান আরও বলেন, ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সার্জন, অর্থোপেডিকস এবং অন্যান্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা প্রস্তুত আছেন। আজ পিটিআই নেত্রী চিকিৎসক ইয়াসমিন রশিদ বলেন, ইমরানের এক পায়ে দুটি গুলী লেগেছে। পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি টুইট করে বলেছেন, দলীয় প্রধান ইমরান বর্তমানে শঙ্কামুক্ত। পাকিস্তান তেহরিক -ই ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরানের নেতৃত্বাধীন লংমার্চে গতকাল বৃহস্পতিবার গুলীর ঘটনা ঘটে। এই ঘটনায় ইমরান খানের পায়ে গুলী লাগে। পায়ে গুলীবিদ্ধ ইমরানকে।