রেশনে বাড়ানো হল কেরোসিনের মূল্য, বিপাকে ভোক্তা
সরকারী ন্যায্যমূল্যের দোকানে প্রতি লিটার কেরোসিন তেলের মূল্য একশ টাকায় পৌঁছার পর মাঝখানে সামান্য হ্রাস পেয়ে অক্টোবর মাসে ৭৮ টাকা ৩৬ পয়সা চলে আসে। কিন্তু নভেম্বর মাসে পুনরায় সরকারী ন্যায্যমূল্যের দোকানে কেরোসিন তেলের মূল্য একলাফে তিন টাকা ত্রিশ পয়সা প্রতিলিটারে বৃদ্ধি করা হয়েছে। এখন প্রতি লিটার কেরোসিনের মূল্য ৮১ টাকা ৬৬ পয়সায় গিয়ে দাঁড়ালো। প্রসঙ্গত, গত চার বছর ধরে সরকারী ন্যায্যমূল্যের দোকানে লাগাতর কেরোসিনের মূল্য বৃদ্ধি করা হয়েছে। চার বছর আগে সরকারী ন্যায্যমূল্যের দোকানে প্রতি লিটার কেরোসিন তেলের মূল্য ছিল ১৭ টাকা থেকে ১৮ টাকার মধ্যে। কেরোসিন তেলের মূল্য বৃদ্ধি পেয়ে ভোক্তাদের নাগালের বাইরে চলে যাওয়ায় ভোক্তারা কেরোসিন তেল ক্রয়ে প্রচণ্ড বিপাকে পড়েছেন।