ফুটবলের উন্নয়নে কোনও ব্যাঘাতই বরদাস্ত করবে না টিএফএ: প্রণব

 ফুটবলের উন্নয়নে কোনও ব্যাঘাতই বরদাস্ত করবে না টিএফএ: প্রণব
এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্য ফুটবলের উন্নয়নে ব্যাঘাত ঘটানো ও তার সুনাম নষ্ট করার অভিযোগ তুলে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনকে চূড়ান্ত সতর্ক করে দেওয়া হলো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে, টিএফএর আহূত সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি প্রণব সরকার শিলংয়ে চলা নর্থ ইস্ট অলিম্পিক গেমসে রাজ্য ফুটবল নিয়ে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের জালিয়াতির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রূপক দেব রায়কে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকার জন চূড়ান্ত সতর্ক করে দেন এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছেন তিনি । এদিন বিকেলে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টিএফএ তার চলতি মরশুমের ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচির সার্বিক বিষয়গুলো তুলে ধরে। টিএফএ সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন সচিব অমিত চৌধুরী, দুই যুগ্ম সচিব পার্থসারথি গুপ্ত ও কৃষ্ণপদ সরকার। এআইএফের নির্দেশিকা ও গাইডলাইন অনুযায়ী সত্তর ঊর্ধ্বে বয়সের কারণে সম্প্রতি সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন রতন সাহা। তার জায়গায় নতুন সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রণব সরকার। এছাড়াও কমিটিতে কিছু পরিবর্তন হয়েছে। তারপরেই টিএফএর তরফে আজ সাংবাদিক সম্মেলনে করা হয়। শুরুতেই টিএফএ সভাপতি প্রণব সরকার শিলংয়ে চলা নর্থ ইস্ট অলিম্পিক গেমসে রাজ্য ফুটবল নিয়ে ঘটে যাওয়া প্রসঙ্গ টেনে বলেন, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নাম ভাঙিয়ে এবং বহিঃরাজ্যের ফুটবলারদের নিয়ে টিম গড়ে দ্বিতীয় নর্থ ইস্ট অলিম্পিক গেমসে এন্ট্রি পাঠিয়ে দিয়েছিল ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রূপক দেবনাথ । পরবর্তী সময় এই ঘটনা সামনে আসতেই ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের জলিয়াতির বিষয়টি অল ইণ্ডিয়া ফুটবল ফেডারেশনের নজরে আনা হয়। ঘটনা তদন্ত করে জানা যায়, বহিঃরাজ্যের ফুটবলারদের নিয়ে টিম গড়ে নর্থ ইস্ট অলিম্পিক গেমসে ত্রিপুরার নাম এন্ট্রি করেছিল ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন। গোটা বিষয়টি ফুটবল ফেডারেশনের তরফে মেঘালয় স্টেট অ্যাসোসিয়েশনকে অবগত করা হয়। ঘটনার সত্যতা ও জালিয়াতির বিষয়টি ধরা পড়ার পর ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে পাঠানো ত্রিপুরা ফুটবল টিমের এন্ট্রি বাতিল করে দেয় মেঘালয় স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন। একইভাবে টেনিস ইভেন্টটিতেও ত্রিপুরার এন্ট্রি বাতিল করা হয়। টিএফএর সভাপতির বক্তব্য এই ঘটনার জন্য রাজ্য ফুটবলের সুনাম নষ্ট হয়েছে। রাজ্যের খেলাধুলার উন্নয়নে এই ধরনের ব্যাঘাত ঘটানোর বিষয়টি কোনও রকমভাবে মানা যায় না। ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। এই ধরনের ঘটনা চলতে দেওয়া যায় না। প্রয়োজনে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। টিএফএর সভাপতি বলেন, রাজ্যের ফুটবল উন্নয়ন ও তার প্রসারের জন্য কাজ করে যাচ্ছে টিএফএ। রাজ্যে সরকারও পাশে রয়েছে। ফুটবল ফেডারেশনও সহযোগিতা করছে। আগামী দিনে রাজ্যের ফুটবলের কীভাবে আরও প্রসার ও বিস্তার ঘটানো যায় সেই চেষ্টা চলছে। রাজনীতির বাইরে থেকে সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে চাইছে টিএফএ। জনজাতিদের মধ্যে ফুটবলকে আরও বিস্তার ও ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। গোট রাজ্যে একেবারে ব্লক, মহকুমা ও জেলাস্তরে পরিত্যক্ত মাঠগুলোকে সংস্কার করে ফুটবলের জন্য আদর্শ মাঠ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সরকারের কাছে একটা প্ল্যানিং তৈরি করে পাঠানো হবে। এছাড়া বাংলাদেশের সাথে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ করার কথাও চলছে বলে জানান তিনি। চলতি মরশুমের খেলাধুলা নিয়ে টিএফএ সচিব অমিত চৌধুরী বলেন, আগামী ২১ নভেম্বর থেকে এমএল প্লাজা রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল এবং ২ ডিসেম্বর থেকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্ৰ মেমোরিয়াল এ ডিভিশন লীগ ফুটবল আসর শুরু হচ্ছে। ৭ জানুয়ারীর মধ্যে লীগের খেলা শেষ করা হবে। লীগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ছাড়াও এবার নতুন করে এ ডিভিশন লীগের সুপার লীগের তৃতীয় ও চতুর্থ দলকে প্রাইজমানি হিসেবে ১৫ হাজার এবং ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া এবার আগরতলায় পদ্ম জং ফুটবল টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা ফুটবল ও সিনিয়র পুরুষদের ফুটবল আসর করার চেষ্টা চলছে। তবে সকল বিষয় আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের উপর নির্ভর করছে। তবে অনূর্ধ্ব ১৪ কাজল স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল আসর এ বছর হবে কিনা এই বিষয়ে টিএফএর তরফে কোনও উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়নি। উল্লেখ্য, ২০১৯ সালে শেষবার এই স্কুল ফুটবল আসরটি হয়েছিল। এদিকে ফুটবল ফেডারেশনের তরফে রাজ্য ফুটবল সংস্থাকে তৃণমূল স্তর এবং ইয়থ ফুটবল ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য ২৪ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বলে জানান টিএফএর সচিব।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.