রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!
ভাগ্নের লালসার শিকার মামী!!

ভাগ্নে কর্তৃক ধর্ষিতা হয় তার নিজেরই মামী। জানা গেছে একই গ্রামের বিশু চন্দ্র মুন্ডা (২৮) মামার বাড়িতে বেড়াতে আসে। রাতে মামীর ঘরে সে বারোটা নাগাদ ঢুকে। অভিযোগ, সে তার মামী কে মারধোর করে জোরপূর্বক ধর্ষণ করে। একাকিত্বের সুযোগ নিয়েই নিজের মামী কে সে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা বৃহস্পতিবার রাতে কল্যানপুর আধুলিয়া গ্রামে।শুক্রবার নির্যাতিতা মহিলা কল্যাণপুর থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ একটি ধর্ষণ এর মামলা গ্রহণ করে। এর পরেই মূল আসামী বিশু চন্দ্র মুন্ডা কে গ্রেপ্তার করে কল্যাণপুর থানার পুলিশ।
