ছুটির দিনে ক্রেতার ঢল বাজারে,চৈত্র মেলা আগামী বছর থেকে শিশু উদ্যানে: মেয়র!!
১৪ থেকে কলকাতা রুটে বিমানসেবা স্বাভাবিক হচ্ছে

আগামী চৌদ্দ নভেম্বর থেকে আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে বিমান পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। কলকাতা বিমানবন্দরে রানওয়ের সংস্কার কাজের জন্য সেই বিমানবন্দরে বিমান নামা -উঠারক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ জারি করেছিল। তাতে ত্রিশ অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত পনেরোদিনের জন্য কলকাতা বিমানবন্দরে বিমান নামা -উঠায় এই বিধিনিষেধ জারি করা হয় ৷ তাতে কলকাতা বিমানবন্দরে নামা-উঠা করে এমন গোটা দেশের বিভিন্ন রুটের বিমানের পঞ্চাশ শতাংশের বেশি বিমান ছাঁটাই করা হয়। সেই কারণে আগরতলা-কলকাতা রুটের উভয় দিয়ে যাতায়াত করে এমন ছয়টি বিমান তুলে নেওয়া হয় । তার মধ্যে এয়ার ইণ্ডিয়ার একটি ১৪৪ আসনের এয়ারবাস ও ইণ্ডিগোর ১৮০ আসনের চারটি এয়ারবাস ও ৭৮ আসনের একটি এটিআর বিমান। আগে এগারোটি বিমান এই রুটে চলাচল করতো। ফ্লাইবিগ, এয়ার ইণ্ডিয়া ও ইণ্ডিগো মিলে মাত্র পাঁচটি বিমান গত ত্রিশ অক্টোবর থেকে চলাচল করছে। তাতে বিমান কমে যাওয়ায় বিমান টিকিটের প্রচণ্ড সঙ্কট দেখা দেয়। নতুন করে টিকিট কাটতে গিয়ে বিমান স্বল্পতায় টিকিট সঙ্কটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সঙ্কটাপন্ন রোগী সহ জরুরি কাজে এই রুটে যাতায়াত করতে গিয়ে বহু যাত্রী আটকে পড়েন ৷ কোনও কোনও দিনের কোনও কোনও বিমানের টিকিট মিললেও টিকিটের মূল্য তথা ভাড়া অস্বাভাবিক হয়ে যায়। নাগালের বাইরে চলে যায়। তারপরও অসহায় মানুষ নিরুপায় হয়ে সেই দুর্মূল্যে টিকিট নিয়েই কলকাতায় যাচ্ছেন ও কলকাতা থেকে আগরতলায় আসছেন। সেই
পরিস্থিতিতে আগামী চৌদ্দ নভেম্বর থেকে পুনরায় আগের মতো এই রুটের উভয় দিকে যাতায়াতে উঠিয়ে নেওয়া সবগুলি বিমান চালু হবে। এদিন থেকেই কলকাতা বিমানবন্দরে বিমান নামা -উঠার সেই বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে। আগের মতো এগারোটি বিমানই চৌদ্দ নভেম্বর থেকে এই রুটে চালু হচ্ছে বলে বিমান বন্দর সূত্র জানিয়েছে। তাই চৌদ্দ নভেম্বর থেকে এই রুটে যাতায়াতে যাত্রীচাপ কমে যাবে।