২০২৩ ভবিষ্যৎ নির্মানের ভোট, বিশাল জনসভায় বিপ্লব!!

 ২০২৩ ভবিষ্যৎ নির্মানের ভোট, বিশাল জনসভায় বিপ্লব!!
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা পাহাড় এবং সমতলে এখনো অটুট রয়েছে। মঙ্গলবার বিকালে অম্পিনগর বিধানসভার অন্তর্গত ডালাকবাড়ী এসবি স্কুলে গোমতী জেলা জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত জনসভায় ব্যাপক সংখ্যায় জনজাতিদের অংশ গ্রহণ, তা আবারও প্রমাণ করলো।
পাহার তুমি কার..? রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে এই চর্চাই যখন বেশ জমে উঠেছে, তখন বিপ্লবের এই জনসভা ঘিরে ফের একবার জল্পনা উসকে দিয়েছে রাজনৈতিক মহলে।

জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির  জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত সমাবেশে এদিন জনজাতিদের ঢল নামে। সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। দলের রাজ্য সহ-সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া, অমরপুর এবং মাতারবাড়ি কেন্দ্রের দুই বিধায়ক রঞ্জিত দাস ও বিপ্লব ঘোষ,জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার প্রমুখ।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, এরাজ্যের জনজাতিরা রাজ্য সরকারের এবং বিজেপির দলীয় নেতৃত্বের হ্রদয়ে রয়েছে। জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। তথ্য পরিসংখ্যান দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী জনজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন ২০১৮’র ভোট এরাজ্যের মানুষের মুক্তির জন্য ভোট হয়েছে। আর ২০২৩ এর ভোট হবে এরাজ্যের মানুষের সন্তান সন্ততিদের ভবিষ্যত নির্মানের ভোট।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.