প্রতিবেশির আক্রমনে আহত মহিলা!!
বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী বাসিন্দার অতর্কিত আক্রমণের শিকার হন দীপু রানী শীল(৫০) নামে এক মহিলা। সম্পত্তি নিয়ে বিবাদ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই হামলা। ঘটনা বিলোনিয়া পুরান রাজবাড়ী থানার অধীন পশ্চিম পিপারিয়াখোলা এলাকায়। এদিন দুপুরে দীপু রানী শীল নিজ বাড়িতে রান্নার জন্য লাকি সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় হঠাৎ করে পার্শ্ববর্তী বাসিন্দা একাধিক পুরুষ ও মহিলা অতর্কিত তার উপর আক্রমণ করে।
লাঠির আঘাতে দীপু রানী শীলের মাথা ফেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দীপু রানি শীল কে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বড়পাথরী স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে স্থানান্তরিত করা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। আঘাত গুরুতর হওয়ায় বিলোনিয়া মহাকুমা হাসপাতাল থেকে পাঠিয়ে দেয়া হয় গোমতী জেলা হাসপাতালে। স্বামী অনন্ত কুমার শীল অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বিনোদ সেন ও তার পরিবারের লোকজনদের সাথে সম্পত্তি বিবাদ চলছিল।