বাঙালি ইঞ্জিনিয়ারের হাতেই সেজে উঠল বিশ্বকাপের স্টেডিয়াম

 বাঙালি ইঞ্জিনিয়ারের হাতেই সেজে উঠল বিশ্বকাপের স্টেডিয়াম
এই খবর শেয়ার করুন (Share this news)

বাঙালি ইঞ্জিনিয়ারের পরিকল্পনা ও ডিজাইনের ছোঁয়া এ বার কাতারের বিশ্বকাপে। রবিবার শুরু হল ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ ২০২২’ অর্থাৎ বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ চলাকালীন কাতারের যে আটটি
স্টেডিয়ামের দিকে নজর থাকবে বিশ্বের কোটি কোটি দর্শক, তারই একটি এডুকেশন সিটি স্টেডিয়াম। এ বারের বিশ্বকাপের স্টেডিয়ামগুলির মধ্যে অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের
নেপথ্যে রয়েছেন এক বাঙালি ইঞ্জিনিয়ার।
এই এডুকেশন সিটি স্টেডিয়াম নির্মান, ডিজাইন ও পরিকল্পনার সঙ্গে জড়িয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইঞ্জিনিয়ার শুভ রহমান। তিনি এখন পেশাগত দায়িত্ব সামলানোর জন্য কাতার বড্ড ব্যস্ত।
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। মরুভূমির দেশ কাতারে এ বারের ফিফা বিশ্বকাপ ফুটবলের জন্য ৩২টি দেশ আটটি স্টেডিয়ামে শিরোপা দখলের লড়াইয়ে নামবে। এই আটটি স্টেডিয়ামের মধ্যে আল
রায়ান শহরে অবস্থিত এডুকেশন সিটি
স্টেডিয়াম একটি। এই স্টেডিয়াম নির্মাণে অগ্রণী ভূমিকায় ছিলেন শুভ। স্টেডিয়ামটির নির্মাণকাজে কাঠামগত ডিজাইন ও পরিকল্পনায়
প্রধান ইঞ্জিনিয়ারের দায়িত্বে ছিলেন
তিনি। কাতারের রাজধানী দোহার
কেন্দ্রস্থল থেকে ৭ কিলোমিটার
উত্তর-পশ্চিমে আল-রায়ান এলাকা।
এই শহরেই অবস্থিত এই আকর্ষণীয়
এডুকেশন সিটি স্টেডিয়াম।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষেই
সেখানে তৈরী করা হয়েছে
স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামের
নামকরণের সঙ্গেও রয়েছে একটি
পরিকল্পনা। দোহার আল রায়ান
এলাকায় রয়েছে, কাতারের
বেশিরভাগ নামকরা স্কুল কলেজ
বিশ্ববিদ্যালয়। এইসব শিক্ষা প্রতিষ্ঠানের কারণেই মূলত এই
স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে
এডুকেশন সিটি স্টেডিয়াম।
নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর,
ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে করোনার
ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের শ্রদ্ধা জানিয়ে
২০২০ সালে উদ্বোধন করা হয় এই
স্টেডিয়ামের। ইঞ্জিনিয়ার শুভর বাবা
শেখ নাজমুল হক।
তিন ভাই-বোনের মধ্যে
সব চেয়ে বড় শুভ। তিনি স্থানীয়
রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়
থেকে পড়াশুনা করেছিলেন। এরপর
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে
পড়াশুনা। বাড়িতে ছোট থেকে
শিক্ষার পরিবেশ বজায় ছিল। তাই
উচ্চমাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও কৃতিত্বে র
সঙ্গে পাশ করেন। সেখান থেকে
বেঙ্গালুরু, তারপরে উচ্চশিক্ষার
জন্য মার্কিন মুলুকে যাত্রা। সেখান
থেক স্ট্রাকচ ারাল ইঞ্জিনিয়ারিংয়ে
স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেন।
তারপর পাড়ি দেন দুবাইয়ে। সেখান
থেকে ২০১০ সালে স্টেডিয়ামের
প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন
কাতারে।
শুভ এর আগে গ্রেট ব্রিটেনের
এটকিস ইউকে এবং কানাডার
কোম্পানি এসএনসি লাভালিন সহ
আমেরিকা ও ইউরোপীয় কনসালটিং
ফার্মেও ডিজাইনার হিসেবে কাজ
করেছেন। স্টেডিয়াম নির্মাণের পর,
তিনি বর্তমানে কাতারের লুসেইল
সিটিতে ওয়াটার পার্ক প্রকল্পে অন্যতম
মূল ডিজাইনার হিসেবে কাজ করছেন।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.