সুনকের ইউক্রেন সফর জেলেনস্কির সাথে বৈঠক
রুশ ক্ষেপনাস্ত্রের অবিরাম হামলায় ইউক্রেনের অর্ধেক সংখ্যক এনার্জি গ্রিড অচল। রাজধানী কিভ সম্পূর্ণ অন্ধকারে ডুবছে বলে নাগরিকরা সতর্কিত হয়েছে। কিভের এক কোটি মানুষের রাত অতিক্রম হচ্ছে অন্ধকারে। রাশিয়ার আক্রমণ ও ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার লড়াই আজ ২৭০ দিন অতিক্রম হলো। ২৪ ফেব্রুয়ারী থেকে চলা এই যুদ্ধে ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ ভূমির দখল নিয়েছে রাশিয়া। যদিও খেরসন অঞ্চল থেকে রাশিয়ার সেনারা চলে যেতে বাধ্য হয়েছে। ইউক্রেনিয় সেনাদের খেরসন পুনরুদ্ধার অভিযানে সাফল্য ইউক্রেনের মনে আশা জাগিয়েছে হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধারের। এমনকি ক্রিমিয়া পুনরুদ্ধারের আশাও জাগছে ইউক্রেনবাসীর। মার্চ মাসে খেরসনের দখল নিয়ে রুশ সেনারা গত সপ্তাহে এই বড় শহরটি ছেড়ে যেতে বাধ্য হয় । প্রায় নয় মাসের এই যুদ্ধে রাশিয়া ইউক্রেনের সহস্রাধিক বিদ্যুৎ কেন্দ্রে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের এই যুদ্ধে নিহত হয়েছে অন্তত ৪৩৭ শিশু। গতকাল রাতে জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্রে সাতটি ক্ষেপণাস্ত্র হামলা ঘটে। এশিয়া- প্যাসিফিক ইকনোমিক কো অপারেশনভুক্ত ২১টি দেশ শনিবার ব্যাঙ্কক থেকে যৌথ বিবৃতিতে এই যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছে। কারণ এই যুদ্ধ পৃথিবীর অর্থনীতিতে আঘাত হানছে। অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সাথে আজ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সাক্ষাৎ হয়েছে। সুনক এই সাক্ষাতের জন্য ইউক্রেন গিয়েছেন। রাশিয়া যদি দখলকৃত জায়গা না ছাড়ে তাহলে শান্তি আলোচনা নিষ্ফল হতে বাধ্য। ঋষি সুনক বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়ছে ইউক্রেন। এই যুদ্ধে অন্তত ১৬ হাজার অসামরিক নিরস্ত্র নাগরিকের প্রাণ গিয়েছে । সুনক বলেছেন, ব্রিটেন ৫০ মিলিয়ন পাউণ্ড মূল্যের যুদ্ধ সহায়তা দিচ্ছে ইউক্রেনকে।