ঘর ঠান্ডা রাখতে গোবর নীম দিয়ে তৈরি হবে বাড়ি!!

 ঘর ঠান্ডা রাখতে গোবর নীম দিয়ে তৈরি হবে বাড়ি!!
এই খবর শেয়ার করুন (Share this news)

গত কয়েক বছরে ভারতে তাপপ্রবাহ আরও তীব্র হয়েছে, বিশেষ করে গ্রীষ্মকালে উত্তরাঞ্চলে। তার ফলে আমাদের বেশিরভাগই বাড়িতে বাতানুকূল যন্ত্রে ব্যবহার বাড়ছে। তার সঙ্গে বাড়ছে বিদ্যুৎ বিলের খরচের মাত্রা।পরিবেশের উপরেও কুপ্রভাবও পড়ছে তাতে সন্দেহ নেই।হরিয়ানার একজন অধ্যাপক ডাঃ শিবদর্শন মালিক একটি পরিবেশ- বান্ধব অবিষ্কার নিয়ে এসেছেন যা ভবিষ্যতে বাতানুকূল যন্ত্রের প্রয়োজনীয়তা দূর করতে পারে। তিনি গোবর দিয়ে তৈরি করেছেন ‘গোক্রেট ইট’ এবং নিম দিয়ে তৈরি করেছেন ‘বৈদিক প্লাস্টার’। এই দুটি জিনিস যদি ঘর তৈরিতে ব্যবহার করা হয় তবে সেই ঘরে ৭ ডিগ্রি ঠান্ডা রাখতে পারে।বাড়ির বাতানুকূল যন্ত্রের থেকে কার্বন নিঃসরণ হয়। যার ফলে পরিবেশের উপর কুপ্রভাব পড়ছে।সেই কুপ্রভাবকে কমানোর জন্য একটি অভিনব সমাধান হিসাবে গোবর,মাটি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ থেকে তৈরি ‘গোক্রেট ইট’এবং ‘বৈদিক প্লাস্টার’ তৈরি করেছেন অধ্যাপক শিবদর্শন। শিবদর্শন জানিয়েছেন, তার আবিষ্কৃত ইট ও প্লাস্টারযুক্ত বাড়ির অভ্যন্তরীণ অংশগুলি সাধারণ সিমেন্ট-ইঁট দিয়ে তৈরি করা বাড়ির তুলনায় ৭০ শতাংশ শীতল রাখবে। কারণ এই প্লাস্টার ও ইট বাইরে থেকে তাপকে প্রবেশ করতে দেয় না। য়ার ফলে যা বাসিন্দাদের বিদ্যুৎ খরচ অনেকটাই কমবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.