স্পেন ম্যাচে অলৌকিক কিছুর প্রত্যাশায় আছেন ক্লিন্সম্যান
ইয়ুর্গেন ক্লিন্সম্যান। বিশ্বকাপ জয়ী জার্মানি দলের অন্যতম প্রাক্তন সৈনিক। ক্লিন্সম্যান মনে করেন কাতার বিশ্বকাপে জার্মানির পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যদি তারা স্পেনের বিপক্ষে অলৌকিক কিছু না করতে পারে অর্থাৎ স্পেনকে হারাতে না পারে তাহলে আগামীকাল কাতার থেকে বাড়ি ফেরার টিকিট কাটতে হবে জার্মানিকে।আগামীকাল রাতে (ভারতীয় সময় মধ্যরাত সাড়ে বারোটা) আল বাইত স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের অন্যতম দুই শক্তিশালী ফুটবল দেশ স্পেন এবং জার্মানি।বিশ্বকাপ শুরু হওয়ার আগে গ্রুপ বিন্যাসে যখন একই গ্রুপে স্পেন,জার্মানির জায়গা হয় তখনও কিন্তু মনে
হয়নি যে, প্রতিযোগিতার প্রথম ম্যাচেই নি বিদায়ের ভয় ঢুকে যাবে জার্মানি দলে। কিন্তু বাস্তবটা অন্যরকম।এশিয়ান দেশ জাপান যখন জার্মানিকে মাটিতে নামিয়ে আনে তখনই হৈচৈ।জাপানের কাছে বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে বলে হেরে যায় জার্মানি। অবশ্য আগামীকাল স্পেন ম্যাচে মাঠে নামার আগে জার্মানদের কপালে ফের বিপদচিহ্ন এঁকে দিতে পারে জাপান। দুপুরেই কোস্টারিকার মুখোমুখি হবে জাপান। দক্ষিণ আমেরিকার এই দেশটিকে জাপান যদি হারিয়ে দিতে পারে তাহলে জার্মানিদের কিন্তু স্পেন ম্যাচ আরও জটিল হতে বাধ্য। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাকা জার্মানি দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ক্লিন্সম্যান।উত্তরসূরিদের এমন পারফরম্যান্সে হতাশ বিশ্বকাপ জয়ী প্রাক্তন জার্মানি স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সম্যান। শেষ ষোলোয় যেতে ফর্মে থাকা স্পেনের বিপক্ষে হান্সি ফ্লিকের দলকে অলৌকিক কিছুতেই ক্লিক করতে হবে বলে মনে করেন তিনি ।ক্লিন্সম্যান বলেছেন, ‘অবশ্যই এটি আমাদের জার্মানদের জন্য খুবই হতাশাজনক। দলের সামগ্রিক পারফরম্যান্স ভালো ছিল না। রাশিয়ায় বিপর্যয় গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর আমরা যা আশা করেছিলাম, তা হয়নি।’ তার মতে, আমাদের আশা ছিল, তারা সঠিক মনোভাব দেখাবে, গতিময় ফুটবল খেলবে, নিজেদের শক্তি মেলে ধরবে। এমনকী তারা ১-০ গোলে এগিয়ে থাকলেও ইংল্যাণ্ডের (প্রথম ম্যাচে যারা ইরানকে হারায় ৬-২ গোলে) মতো খুব কার্যকর ছিল বলে আমার মনে হয়নি। একটি গোল করলে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ গোল করতে চাইতে হবে।’ ক্লিন্সম্যান মনে করেন, ‘এখন জার্মানির পিঠ দেয়ালে ঠেকে গেছে। যদি তারা স্পেনের বিপক্ষে অলৌকিক কিছু না করতে পারে, স্পেনকে হারাতে না পারে, তাহলে তাদের বাড়ির পথ ধরতে হতে পারে।’ আল বাইত স্টেডিয়ামে আগামী রবিবার বাঁচা মরার লড়াইয়ে স্পেনের বিপক্ষে মাঠে নামছে জার্মানি। আগামীকালের স্পেন বনাম জার্মানি ম্যাচটি তখনই বেশি গুরুত্ব পাবে যদি জাপান কোস্টারিকাকে হারাতে পারে। স্পেন কিন্তু ৭-০ গোলে কোস্টারিকাকে হারিয়েছিল। সুতরাং কাল জাপান জিতলে জার্মানির দেশে ফেরার সম্ভাবনা কিন্তু প্রবল।এদিকে, জাপান ম্যাচের আগে ফিফা ‘ওয়ান লাভ’ আর্মব্যাণ্ড পরতে দিচ্ছে না বলে মুলাররা প্রতিবাদ করেছিলেন মুখে হাত চাপা দিয়ে। অন্য আরও অনেক দলেরই ওই আর্মব্যাণ্ড পরার কথা ছিল। ফিফার বিধিনিষেধে ক্ষোভও আছে সেসব দলে। তবে আর কোনও দল মাঠে সেটির প্রকাশ ঘটায়নি। জার্মানির ওই প্রতীকী প্রতিবাদ তা প্রশংসাই পেয়েছিল উদার ও মুক্তচিন্তার সব মানুষেরও। জার্মানিদের তো বটেই। কিন্তু জার্মানি হেরে যাওয়ার পর সেটিকেও এখন দেখা হচ্ছে অন্যভাবে। মুলারদের এই আচরণ ভালো মনে মেনে নিতে পারছেন জার্মানির বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলার। তাদের মতে খেলার আগে আমাদের ছেলেরা অন্য সব বিষয় নিয়ে বেশি ভেবেছে।।।।