কমল গুহ, কলকাতা
চার বোন দূরে থাকায় বহুদিন ধরে নিজের বোনেদের হাত থেকে ভাইফোঁটা নেওয়া হয়না বারাসতের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর। কিন্তু তাঁর এই আক্ষেপ ভুলিয়ে দেয় তাঁর অসংখ্য বোন। যারা তাকে দাদা বা ভাইয়ের মত সন্মান বা স্নেহ করেন। তাছাড়া ভাই হিসাবে চিরঞ্জিতের কাছে এই দিনটি এক বিশেষ মুহুর্ত।বৃহস্পতিবার সকালে কলকাতার বাড়িতে বসে সাংবাদিক অর্পিতা ঘোষ সহ বেশ কয়েকজনের ফোঁটা নেওয়ার পর চিরঞ্জিত চক্রবর্তী বলেন, ‘আমরা চার বোন তিন ভাই। আর বোনেরা কাছে পিঠে না থাকলেও আমার আরো অনেক বোনেরা রয়েছেন, যারা আমাকে খুব ভালোবাসে’ এবং এই ভ্রাতৃ-দ্বিতীয়ায় আমাকে ভাইফোঁটা দেয়। বিধায়ক আরো বলেন, ‘আমি মনে করি বন্ধুত্বটা খুব প্রয়োজন। আর এই বন্ধুত্ব বাবা-মার সাথে সন্তানের হতে পারে কিংবা ভাইয়ের সাথে বোনের হতে পারে। সম্পর্ক যাই হোক না কেন প্রীতি ও বন্ধুত্ব যেখানে আছে আমার কাছে তা অত্যন্ত দামি।’
অন্যদিকে, কলকাতার সামাজিক সংগঠন ‘হৃদয়পুর নবসোপানে’র উদ্যোগে পথশিশুদের নিয়ে ভাইফোঁটা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। পথশিশু বোনেরাই এদিন তাদের ভাইদের কপালে ভাইফোঁটা দেয় । উপস্থিত ছিলেন হৃদয়পুর নবসোপানের সম্পাদক রত্না রায়, সভাপতি সৌভিক ঘোষ, কর্ণধার সুপর্ণা মণ্ডল সহ সমাজের বিশিষ্টজনেরা। এদিন ভাইফোঁটার পর এমনই শতাধিক পথশিশুকে মধ্যাহ্নভোজ খাওয়ানোর ব্যবস্থাও করেন উদ্যোক্তারা।
অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…
আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…
অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…
অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…
অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…
অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…