Categories: খেলা

‘আমি চাই মহামেডান ক্লাবও ভবিষ্যতে আইএসএলে খেলুক’, বঙ্গ বিভূষণ দিয়ে জানালেন মমতা

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রিয়ব্রত চ্যাটার্জী

কলকাতা: সোমবার এক সরকারি অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার তিন ফুটবল ক্লাবকে বঙ্গ বিভূষণ পুরস্কার ২০২২ এ সম্মানিত করলেন। কলকাতার নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান ক্লাবের কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ক্লাবের আধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর মমতা বলেন, “মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আইএসএল খেলছে। আমি আনন্দিত। তবে আমি চাই মহামেডানও ভবিষ্যতে আইএসএলে খেলুক।”

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে ছিলেন সভাপতি দেবব্রত সরকার ও সম্পাদক কল্যাণ মজুমদার।

মোহনবাগান ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক দেবাশিস দত্ত, ফুটবল সম্পাদক স্বপন ব্যানার্জী, সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে ছিলেন সভাপতি দেবব্রত সরকার ও সম্পাদক কল্যাণ মজুমদার। এদিনের অনুষ্ঠানে ক্লাব কর্তাদের হাতে একটি করে মেডেলও দেওয়া হয়।

সম্মান গ্রহণের পর আনন্দিত ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি দেবব্রত সরকার বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই আমাদের সম্মান জানিয়েছেন। যতদিন তার মতো মানুষ ক্ষমতায় থাকবেন, ততদিন বাংলার খেলাধুলার জন্য ভালো হবে। আমাদের ক্লাবের জন্যও ভালো হবে। রাজ্য সরকারের দেওয়া বঙ্গ বিভূষণ সম্মান থেকে প্রাপ্ত অর্থ সাধারণ মানুষের সাহায্যার্থে লিভার ফাউন্ডেশনকে দান করবে ইস্টবেঙ্গল ক্লাব।”

মহামেডান ক্লাবের পক্ষে সেক্রেটারি ড্যানিশ ইকবাল ও সভাপতি আমিরুদ্দিন ববি উপস্থিত ছিলেন।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করতে ১৩২ বছরের পুরনো মহামেডান ক্লাবের পক্ষে সেক্রেটারি ড্যানিশ ইকবাল ও সভাপতি আমিরুদ্দিন ববি উপস্থিত ছিলেন। সাদা-কালো ব্রিগেড সেক্রেটারি ড্যানিশ ইকবাল বলেছেন, “আমাদের সম্মান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা মহামেডান সমর্থকদের জন্য এটি একটি বড় অর্জন।”

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

6 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

12 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

1 day ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

1 day ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

1 day ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

1 day ago