মোহনবাগান ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক দেবাশিস দত্ত, ফুটবল সম্পাদক স্বপন ব্যানার্জী, সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়।
প্রিয়ব্রত চ্যাটার্জী
কলকাতা: সোমবার এক সরকারি অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার তিন ফুটবল ক্লাবকে বঙ্গ বিভূষণ পুরস্কার ২০২২ এ সম্মানিত করলেন। কলকাতার নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান ক্লাবের কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ক্লাবের আধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর মমতা বলেন, “মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আইএসএল খেলছে। আমি আনন্দিত। তবে আমি চাই মহামেডানও ভবিষ্যতে আইএসএলে খেলুক।”
মোহনবাগান ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক দেবাশিস দত্ত, ফুটবল সম্পাদক স্বপন ব্যানার্জী, সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে ছিলেন সভাপতি দেবব্রত সরকার ও সম্পাদক কল্যাণ মজুমদার। এদিনের অনুষ্ঠানে ক্লাব কর্তাদের হাতে একটি করে মেডেলও দেওয়া হয়।
সম্মান গ্রহণের পর আনন্দিত ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি দেবব্রত সরকার বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই আমাদের সম্মান জানিয়েছেন। যতদিন তার মতো মানুষ ক্ষমতায় থাকবেন, ততদিন বাংলার খেলাধুলার জন্য ভালো হবে। আমাদের ক্লাবের জন্যও ভালো হবে। রাজ্য সরকারের দেওয়া বঙ্গ বিভূষণ সম্মান থেকে প্রাপ্ত অর্থ সাধারণ মানুষের সাহায্যার্থে লিভার ফাউন্ডেশনকে দান করবে ইস্টবেঙ্গল ক্লাব।”
অন্যদিকে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করতে ১৩২ বছরের পুরনো মহামেডান ক্লাবের পক্ষে সেক্রেটারি ড্যানিশ ইকবাল ও সভাপতি আমিরুদ্দিন ববি উপস্থিত ছিলেন। সাদা-কালো ব্রিগেড সেক্রেটারি ড্যানিশ ইকবাল বলেছেন, “আমাদের সম্মান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিদি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা মহামেডান সমর্থকদের জন্য এটি একটি বড় অর্জন।”
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…