সম্প্রতি প্রকাশ্যে এল ডকু-সিরিজ ‘সিক্রেট অব দ্য কোহিনূর’-এর প্রথম লুক। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা মনোজ বাজপেয়ী। ‘সিক্রেট অব সিনৌলি : ডিসকভারি অব দ্য সেঞ্চুরি’-পর ফের এই ডকু-সিরিজে একসঙ্গে কাজ করছেন মনোজ বাজপেয়ী ও পরিচালক নীরাজ পান্ডে।
এর আগে নীরাজ পান্ডে এবং মনোজ বাজপেয়ী ‘স্পেশাল ২৬’ এবং ‘আইয়ারি’ চলচ্চিত্রে কাজ করেছেন। ‘সিক্রেট অব সিনৌলি : ডিসকভারি অব দ্য সেঞ্চুরি’ জনপ্রিয় হবার পর দর্শকরা অনেকদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন। ‘সিক্রেট অব দ্য কোহিনূর’-এর প্রথম লুক প্রকাশ্যে আসার পর প্রতীক্ষার খানিকটা অবসান হয়েছে দর্শকদের। আসলে নীরাজ পান্ডে আর মোনজ বাজপেয়ীর জুটি মানেই একটা বাড়তি প্রত্যাশা থাকেই দর্শকদের মনে।
সম্প্রতি ডিসকভারি+ নিজেদের অফিসিয়াল ট্যুইটারে এই ডকুমেন্টরি সিরিজের প্রথম লুক প্রকাশ্যে এনেছে। ট্যুইটারে ছবির প্রথম লুক প্রকাশ করার পর ডিসকভারি+ এর পক্ষ থেকে লেখা হয়েছে, সিক্রেটস অফ সিনৌলি: ডিসকভারি অফ দ্য সেঞ্চুরি’-এর সাফল্যের পরে, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আরও কিছুর জন্য। পরিচালক নীরজ পান্ডে এবং অভিনেতা মনোজ বাজপেয়ীর সফল জুটি দর্শকদের মুগ্ধ করতে আবারও একসঙ্গে কাজ করছেন ।
পরিচালক নীরজ পান্ডে বলেন, ‘সিক্রেটস’ ফ্র্যাঞ্চাইজির জন্য আরও একবার ডিসকভারি+ ও মনোজ বাজপেয়ীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, এই ডকুমেন্টরির গল্পও দর্শকদের ভাল লাগবে।
ডকু-সিরিজটি প্রযোজনা করেছেন বলিউড পরিচালক নীরজ পান্ডের ফ্রাইডে স্টোরিটেলারস এবং পরিচালনা করেছেন রাঘব জয়রথ। ‘সিক্রেটস অফ দ্য কোহিনূর’ শুধুমাত্র ডিসকভারি+ স্ট্রিমিং প্ল্যাটফর্মে ৪ আগস্ট লঞ্চ হতে চলেছে।
অনলাইন প্রতিনিধি :-নয়ডার ছাত্রী নিবাসে এসি বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন লাগে। প্রাণ বাঁচাতে হোস্টেলের বারান্দা…
অনলাইন প্রতিনিধি :-ডম্বুর জলাশয়কে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের যে জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে তা থেকে নিরবচ্ছিন্নভাবে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বনজসম্পদ রক্ষায় চারশ টিএসআর জওয়ান,আধুনিক হাতিয়ার, ইন্টিলিজেন্স ব্রাঞ্চ এবং স্পেশাল টাক্স ফোর্স…
অনলাইন প্রতিনিধি :-অল্প বৃষ্টিতে মহাপ্লাবন রুখতে হাওড়া নদীকে কেন্দ্র করে গুচ্ছ পরিকল্পনা তৈরি করা হয়েছে।…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিশেষ উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে কাজ করছে পরিবহণ…
অনলাইন প্রতিনিধি :-জোড়া ভূমিকম্প মায়ানমারে। জোড়া ভূমিকম্পে কেপে উঠল বাংলাও। জানা গিয়েছে, শুক্রবার সকালে মায়ানমারে…