সম্প্রতি প্রকাশ্যে এল ডকু-সিরিজ ‘সিক্রেট অব দ্য কোহিনূর’-এর প্রথম লুক। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা মনোজ বাজপেয়ী। ‘সিক্রেট অব সিনৌলি : ডিসকভারি অব দ্য সেঞ্চুরি’-পর ফের এই ডকু-সিরিজে একসঙ্গে কাজ করছেন মনোজ বাজপেয়ী ও পরিচালক নীরাজ পান্ডে।
এর আগে নীরাজ পান্ডে এবং মনোজ বাজপেয়ী ‘স্পেশাল ২৬’ এবং ‘আইয়ারি’ চলচ্চিত্রে কাজ করেছেন। ‘সিক্রেট অব সিনৌলি : ডিসকভারি অব দ্য সেঞ্চুরি’ জনপ্রিয় হবার পর দর্শকরা অনেকদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন। ‘সিক্রেট অব দ্য কোহিনূর’-এর প্রথম লুক প্রকাশ্যে আসার পর প্রতীক্ষার খানিকটা অবসান হয়েছে দর্শকদের। আসলে নীরাজ পান্ডে আর মোনজ বাজপেয়ীর জুটি মানেই একটা বাড়তি প্রত্যাশা থাকেই দর্শকদের মনে।
সম্প্রতি ডিসকভারি+ নিজেদের অফিসিয়াল ট্যুইটারে এই ডকুমেন্টরি সিরিজের প্রথম লুক প্রকাশ্যে এনেছে। ট্যুইটারে ছবির প্রথম লুক প্রকাশ করার পর ডিসকভারি+ এর পক্ষ থেকে লেখা হয়েছে, সিক্রেটস অফ সিনৌলি: ডিসকভারি অফ দ্য সেঞ্চুরি’-এর সাফল্যের পরে, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আরও কিছুর জন্য। পরিচালক নীরজ পান্ডে এবং অভিনেতা মনোজ বাজপেয়ীর সফল জুটি দর্শকদের মুগ্ধ করতে আবারও একসঙ্গে কাজ করছেন ।
পরিচালক নীরজ পান্ডে বলেন, ‘সিক্রেটস’ ফ্র্যাঞ্চাইজির জন্য আরও একবার ডিসকভারি+ ও মনোজ বাজপেয়ীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, এই ডকুমেন্টরির গল্পও দর্শকদের ভাল লাগবে।
ডকু-সিরিজটি প্রযোজনা করেছেন বলিউড পরিচালক নীরজ পান্ডের ফ্রাইডে স্টোরিটেলারস এবং পরিচালনা করেছেন রাঘব জয়রথ। ‘সিক্রেটস অফ দ্য কোহিনূর’ শুধুমাত্র ডিসকভারি+ স্ট্রিমিং প্ল্যাটফর্মে ৪ আগস্ট লঞ্চ হতে চলেছে।
বাংলাদেশে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গেছিল, চট্টগ্রামে বা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে কেউ একটি…
অনলাইন প্রতিনিধি :-৩ ডিসেম্বর বিকেলে ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমার নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪'র…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেএডিসির মান উন্নয়নে সরাসরি অর্থ প্রদানের দিকেই এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের…
অনলাইন প্রতিনিধি :-শতবর্ষের বেশি প্রাচীন রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ভিএম নাম পরিবর্তনে আইজিএম হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর…
অনলাইন প্রতিনিধি :-ঘটনাটি ঘটেছে কাটোয়ার গাফুলিয়া দাস পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই স্কুলেই মঙ্গলবার সকাল…
অনলাইন প্রতিনিধি :-" INDIAN CHANGEMAKERS AWARD 2024 " শীর্ষক জাতীয় পুরষ্কারে ভূষিত হলো দেশের উত্তর…