সম্প্রতি প্রকাশ্যে এল ডকু-সিরিজ ‘সিক্রেট অব দ্য কোহিনূর’-এর প্রথম লুক। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা মনোজ বাজপেয়ী। ‘সিক্রেট অব সিনৌলি : ডিসকভারি অব দ্য সেঞ্চুরি’-পর ফের এই ডকু-সিরিজে একসঙ্গে কাজ করছেন মনোজ বাজপেয়ী ও পরিচালক নীরাজ পান্ডে।
এর আগে নীরাজ পান্ডে এবং মনোজ বাজপেয়ী ‘স্পেশাল ২৬’ এবং ‘আইয়ারি’ চলচ্চিত্রে কাজ করেছেন। ‘সিক্রেট অব সিনৌলি : ডিসকভারি অব দ্য সেঞ্চুরি’ জনপ্রিয় হবার পর দর্শকরা অনেকদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন। ‘সিক্রেট অব দ্য কোহিনূর’-এর প্রথম লুক প্রকাশ্যে আসার পর প্রতীক্ষার খানিকটা অবসান হয়েছে দর্শকদের। আসলে নীরাজ পান্ডে আর মোনজ বাজপেয়ীর জুটি মানেই একটা বাড়তি প্রত্যাশা থাকেই দর্শকদের মনে।
সম্প্রতি ডিসকভারি+ নিজেদের অফিসিয়াল ট্যুইটারে এই ডকুমেন্টরি সিরিজের প্রথম লুক প্রকাশ্যে এনেছে। ট্যুইটারে ছবির প্রথম লুক প্রকাশ করার পর ডিসকভারি+ এর পক্ষ থেকে লেখা হয়েছে, সিক্রেটস অফ সিনৌলি: ডিসকভারি অফ দ্য সেঞ্চুরি’-এর সাফল্যের পরে, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আরও কিছুর জন্য। পরিচালক নীরজ পান্ডে এবং অভিনেতা মনোজ বাজপেয়ীর সফল জুটি দর্শকদের মুগ্ধ করতে আবারও একসঙ্গে কাজ করছেন ।
পরিচালক নীরজ পান্ডে বলেন, ‘সিক্রেটস’ ফ্র্যাঞ্চাইজির জন্য আরও একবার ডিসকভারি+ ও মনোজ বাজপেয়ীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি, এই ডকুমেন্টরির গল্পও দর্শকদের ভাল লাগবে।
ডকু-সিরিজটি প্রযোজনা করেছেন বলিউড পরিচালক নীরজ পান্ডের ফ্রাইডে স্টোরিটেলারস এবং পরিচালনা করেছেন রাঘব জয়রথ। ‘সিক্রেটস অফ দ্য কোহিনূর’ শুধুমাত্র ডিসকভারি+ স্ট্রিমিং প্ল্যাটফর্মে ৪ আগস্ট লঞ্চ হতে চলেছে।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…
অনলাইন প্রতিনিধি :-আগরতলাগভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৩ করা হয়েছে ইতিমধ্যেই। আইজিএম হাসপাতালে…
অনলাইন প্রতিনিধি :-শারদউৎসব সম্পন্ন হওয়ার পর সামান্য দেরি হলেও বৃহস্পতিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ বিশবাঁও জলে। দু'বছর আগে রাজ্য সরকারের…
ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বদলায়নি। তবে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আদানপ্রদান কমিয়াছে। ফলে দুই…