Categories: খেলা

ঐতিহ্যশালী লর্ডসেই আগামী দুটি টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে

এই খবর শেয়ার করুন (Share this news)

বার্মিংহাম: এখন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ চলছে। আর সেখানে ভাল ফল করার জন্য এখন সব দলই কিন্তু জোর লড়াই চালাচ্ছে। আর এর মধ্যেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি কিন্তু  আগামী দুটি টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালের ভেন্যুও ঘোষণা করে দিল।

ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে ২০২৩ এবং ২০২৫ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। বার্মিংহামে চলতি আইসিসির বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রোজ বোল, সাউদাম্পটনে হয়েছিল। ২০২১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও লর্ডসেই আয়োজিত হওয়ার কথা ছিল। তবে করোনাজনিত বিধিনিষেধের জেরে তা সাউদাম্পটনে সরানো হয়েছিল। যেখানে নিউজিল্যান্ড ভারতকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছিল।

আইসিসির সভাপতি গ্রেগ বার্কলে আগামী দুটি টুর্নামেন্ট লর্ডসে আয়োজন করা নিয়ে সংবাদমাধ্যমের সামনে বলেছেন, ‘জুন মাসে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে। সেই কারণেই অন্যান্য অনেক মাঠই সেই সময় ফাঁকা পাওয়া যাবে না। আর আমরা এখন করোনার প্রকোপ থেকে বেরিয়ে এসেছি। তাই লর্ডসেই ম্যাচগুলি আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তান বাদে আইসিসির বাকি নয়টি পূর্ণ সদস্য দেশই অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে দুই বছরে প্রতিটি দেশ হোম গ্রাউন্ডে তিনটি ও বাইরে তিনটি সিরিজ খেলে। শেষে পয়েন্টের বিচারে তালিকায় প্রথম দুইয়ে থাকা দেশ ফাইনাল খেলে।

শুধু তাই নয়, এদিনের বৈঠকে আইসিসি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজক দেশ ঘোষণা করেছে। আগামী তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ঠিক করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ২০২৪-এ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। এই প্রথমবারের মতো বাংলাদেশ মহিলাদের বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা আয়োজন করবে। এই বিশ্বকাপ ২০২৪ সালের  সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে ১০টি দল ২৩টি ম্যাচ খেলবে। তারপর ২০২৬ সালে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা। ওই বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ২০২৬ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। এই প্রথম মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। এর আগে ২০১৭ সালে এক দিনের বিশ্বকাপ হয়েছিল সেই দেশে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ১০টি থেকে বেড়ে ১২টি হবে। ম্যাচের সংখ্যাও বেড়ে হবে ৩৩টি। তবে তার আগে হিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

19 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

50 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago