কলকাতা ক্রীড়া সাংবাদিক-ক্লাবের উদ্যোগে ময়দানের ক্লাব তাঁবুতে হয়ে গেলো স্বাস্থ শিবির

 কলকাতা ক্রীড়া সাংবাদিক-ক্লাবের উদ্যোগে ময়দানের ক্লাব তাঁবুতে হয়ে গেলো স্বাস্থ শিবির
এই খবর শেয়ার করুন (Share this news)

কলকাতা: কলকাতা ক্রীড়া সাংবাদিক-ক্লাবের উদ্যোগে অ্যাপোলো চেন্নাই হসপিটালের সহোযোগিতায় শুক্রবার ময়দানের ক্লাব তাঁবুতে হয়ে গেলো অর্থোপেডিক স্বাস্থ শিবির। বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন্ট ড. পাম্মি কার্তিক রেড্ডি এদিন প্রায় ৫০ জন রোগীরকে চিকিৎসা প্রদান করেন। ময়দানের বিভিন্ন পেশার মানুষ চিকিৎসকের পরামর্শ নেন।

WhatsApp Image 2022-07-30 at 12.59.15 PM

অ্যাপোলো চেন্নাই এর পরিচালনায় আজকের চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন বিওএ সচিব জহর দাস ও প্রাক্তন ফুটবলার দিপেন্দু বিশ্বাস সহ বিভিন্ন সংবাদপত্রের ক্রীড়া সাংবাদিকরা।

WhatsApp Image 2022-07-30 at 12.59.16 PM (1)

এদিন অনুষ্ঠানের শুরুতেই কলকাতা ক্রীড়া সাংবাদিক-ক্লাবের সভাপতি সুভেন রাহা ও প্রাক্তন ফুটবলার দিপেন্দু বিশ্বাস অর্থোপেডিক সার্জেন্ট ড. পাম্মি কার্তিক রেড্ডির হতে স্মারক তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান। ইন্ডিয়া-বাংলাদেশ স্পোর্টস ফ্রেডশিপ ফোরাম এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। সি এস জে সি তাঁবু দেখে উচ্ছসিত ডা: রেড্ডি জানিয়ে যান সুযোগ পেলেই তিনি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে আবার আসবেন।

WhatsApp Image 2022-07-30 at 12.59.15 PM (1)
Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.